Site icon Jamuna Television

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ২৫ হাজার

ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জন। আক্রান্ত ২৫ হাজারের কাছাকাছি।

ভারতে কোভিড নাইনটিনের হটস্পট মুম্বাইয়ে ৫ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ১৯১ জনের। বাণিজ্যিক রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ধারাভি বস্তিতে প্রাণ গেছে ১৪ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪১ জনে।

পুলিশ’সহ জরুরি সেবায় নিয়োজিত সরকারি কর্মীদের আক্রান্তের হার বেড়ে চলায় নতুন করে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে মহারাষ্ট্রের রাজ্য সরকার। রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩ জন। আক্রান্ত ৭ হাজার ৬শ’য়ের বেশি। এক মাসের বেশি সময় ধরে লকডাউনের পর দেশটিতে সীমিত পরিসরে দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছে।

Exit mobile version