Site icon Jamuna Television

ড্রেসিংরুমে জেসন রয়ের ‘অদ্ভুতকাণ্ড’ ফাঁস করলেন নাদিম

করোনাভাইরাসের কারণে হঠাৎ করে সব খেলা বন্ধ হয়ে যাওয়ায় কোয়ারেন্টিনে ঘরে বসে স্মৃতি রোমন্থন করছেন খেলোয়াড়রা।

মাত্র তিনটি ম্যাচ বাকি থাকতে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে টুইট করছেন ক্রিকেটাররা।
এমন সব ঘটনার কথা বলতে গিয়েই ইংলিশ ওপেনার জেসন রয়ের অদ্ভুতকাণ্ডের কথা ফাঁস করলেb কোয়েটা গ্ল্যাডিয়েটরস মালিক নাদিম ওমর।

তিনি জানিয়েছেন, ড্রেসিংরুমে ফিরে নাকি হতাশায় ব্যাট ভেঙে ফেলতেন জেসন রয়। গোটা টুর্নামেন্টজুড়ে এমন অনেকবার করেছেন।

টুইটে কোয়েটার মালিক নাদিম ওমর বলেন, ‘খুব কম মানুষই জানেন, জেসন রয় তার সব ব্যাট ভেঙে ফেলেছেন। সংখ্যাটা কম করে হলেও পাঁচ। ড্রেসিংরুমে হতাশায় নিজের ব্যাট ভেঙে ফেলতেন তিনি। আহমেদ শেহজাদের মাধ্যমে আমরা রাওয়ালপিন্ডি থেকে তার জন্য নতুন ব্যাটের ব্যবস্থা করেছিলাম।’

শুধু ব্যাট ভাঙাই নয়, জেসন রয়ের আরও একটি বিষয় ফাঁস করেছেন নাদিম ওমর।

নাদিম বলেন, লিগ চলাকালীন জেসন রয় সবসময় বলতেন যে, তিনি মাঝ ব্যাটে খেলতে পারছেন না। দৌড়ে বেশি রান নিতে চাইতেন তিনি। তাই তাকে নিচের দিকে ব্যাটিংয়ে নামতে বলেছিলাম। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি।

এদিকে ব্যাট ভাঙার বিষয়ে ছাড়া নাদিম ওমরের বলা বাকি বিষয়ে বিপরীতে কিছু বলেননি ইংলিশ ওপেনার জেসন রয়।

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার, ক্রিক ট্রিবিউন

Exit mobile version