Site icon Jamuna Television

খেলতে রাজি না হলে শাস্তির হুমকি লা-লিগা সভাপতির

ছবি: সংগৃহীত

স্থগিত লিগ দ্রুতই শুরু করতে চায় লা-লিগা কর্তৃপক্ষ। তবে ঘোষণার পর কোন ক্লাব খেলতে রাজী না হলে শাস্তির হুমকি দিয়েছেন লা-লিগার সভাপতি জাভিয়ের তেবাজ।

মে মাসের প্রথম সপ্তাহে অনুশীলন শুরুর ঘোষণা আসতে পারে লা-লিগার দল গুলোর কাছে। অনুশীলনের আগে ফুটবলার এবং কোচিং স্টাফের করোনা পরীক্ষার বিষয়টিও নিশ্চিত করতে চায় লিগ কর্তৃপক্ষ।

লিগ শুরুর পর কোন ক্লাব খেলতে অস্বীকৃতি জানালে আগের নিয়মেই তারা ম্যাচের পয়েন্ট হারাবে। স্থগিত হওয়া লিগ শুরু করতে না পারলে ১ বিলিয়ন ইউরো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে লা-লিগাকে।

এখন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলে, ওই ক্ষতির পরিমাণ কমে দাঁড়াবে তিনশ’ মিলিয়ন ইউরোয়।

Exit mobile version