Site icon Jamuna Television

ফুটবলারদের বেতন না কাটার সিদ্ধান্ত ইংলিশ ক্লাব চেলসির

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারিতে ফুটবলারদের মতামতের ওপর ভিত্তি করে বেতন কাটার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইংলিশ ক্লাব চেলসি।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে করোনা মহামারির মধ্যে আর্থিক সঙ্কট মোকাবেলায় শীর্ষ ফুটবলারদের সাথে কথোপকথন অব্যাহত রাখবে ক্লাব কর্তৃপক্ষ।

শুরুতে চেলসি জানিয়েছিল, তারা সংকটকালে সরকারের সুবিধা নিবে না বরং কর্মীদের বেতনের শতভাগ প্রদান করবে।

এর আগে আর্সেনাল, সাউদাম্পটন এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড খেলোয়াড়দের পারিশ্রমিক কমানোর ঘোষণা দেয়।

Exit mobile version