Site icon Jamuna Television

ঘুষ দেবো না; জনস্বার্থের চেয়ে ব্যবসায়িক স্বার্থ গুরুত্ব পাচ্ছে : ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা টেস্টিং কিট পরীক্ষার জন্য জমা নেয়নি ঔষধ প্রশাসন অধিদফতর। জনগণের স্বার্থের চেয়ে ব্যবসায়িক স্বার্থ বেশি প্রাধান্য পাচ্ছে বলে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় ‘গণস্বাস্থ্য কর্তৃক উৎপাদনকৃত করোনা ভাইরাস টেস্ট কিট’ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমার লক্ষ্য দুশো টাকার কমে টেস্টিং কিট বাজারে ছাড়া আর উনারা চান যত বেশি দাম বাড়ানো যায়।

ঔষধ প্রশাসন অধিদফতরের সমালোচনা করে তিনি বলেন, মহাপরিচাল সজ্জন ব্যক্তি, ঘুষ খায় না তবে অন্যের বুদ্ধিতে চলে। প্রতি পদে পায়ে শেকল দেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, পরীক্ষার জন্য নিরপেক্ষ একটা প্রতিষ্ঠানকে টেস্টিং কিট দিতে চেয়েছি। কিন্তু ঔষধ প্রশাসন নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে দিতে চায়। যেখানে ওই প্রতিষ্ঠানের নির্ধারিত ফি দিতে হবে। এই অর্থ গণস্বাস্থ্য দেবে না।

তিনি বলেন, গত ৪৮ বছরে গণস্বাস্থ্য কাউকে ঘুষ দেয়নি, দেবে না। গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট আসুক আর না আসুক, কাউকে ঘুষ দেব না। কিন্তু লড়াই করে যাব।

Exit mobile version