Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ছবি: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে বন্দরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।

রোববার দুপুরে উপজেলার মিনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সে ওই এলাকার নুরুউদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন জানান, পাশের বাড়ির আম গাছ থেকে আম চুরি করার পর বাড়িতে বিচার দিলে বড় ভাই ইব্রাহীম তার ছেলে মনসুরকে মারধর করে। এতে ছোট ভাই আমজাদ প্রতিবাদ করলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে বড় ভাই ঘর থেকে বটি এনে ছোট ভাইকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ইব্রাহীমকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version