Site icon Jamuna Television

গণতন্ত্র রক্ষায় অভিনব বিক্ষোভে হাজারো ইসরায়েলি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

লকডাউনের মধ্যেই গণতন্ত্র রক্ষায় অভিনব বিক্ষোভে অংশ নিলো হাজারো ইসরায়েলি। শারীরিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ছিলো প্রতিবাদ।

মাস্ক পরে, ‘সেভ দ্য ডেমোক্র্যাসি’ ব্যানার নিয়ে প্রতিবাদে অংশ নেন প্রায় আড়াই হাজার মানুষ। তিনটি দুর্নীতি মামলায় বিচারাধীন নেতানিয়াহুর বিরুদ্ধে শ্লোগান দেন তারা।

দেশটিতে প্রায় এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা অবসানে, প্রতিদ্বন্দ্বী বেনি গানৎজের সাথে জোট গঠনের চেষ্টা করছেন নেতানিয়াহু। ক্ষমতা ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে দু’পক্ষের দর কষাকষি।

Exit mobile version