Site icon Jamuna Television

বাংলাদেশে আর কখনোই এক-এগারো আসতে দেয়া হবে না: কাদের

বাংলাদেশে আর কখনোই এক-এগারো আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে, ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সম্পাদকমন্ডলির সভা শেষে তিনি একথা বলেন।

ডিএনসিসি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কেউই আওয়ামী লীগের প্রার্থী নয়।
রাজনীতিতে সক্রিয় কাউকেই মনোনয়ন দিতে হবে এমন কোনো কথা নেই উল্লেখ করে কাদের বলেন, সমমনা কাউকে দেয়া হতে পারে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কারণেই আগামী নির্বাচনে ফের ক্ষমতায় আসবে, অন্যদিকে বিএনপির কাছে ভোট চাওয়ার মত কোনো এজেন্ডা নেই।

নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলে বাহিনীকে বির্তর্কিত করা হচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version