Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন আরও দুই বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছেন আরও দু’জন প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০১ জনে।

শুক্রবার মারা যাওয়া ব্যক্তিদের দু’জনই নিউইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে একজন- ৪৬ বছর বয়সী আহসান মোহাম্মদ; কর্মরত ছিলেন নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে সুপারভাইজার হিসেবে। অপরজন- জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারিতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশির মধ্যে ১৮৫ জনই নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।

Exit mobile version