Site icon Jamuna Television

‘১৮ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে ইতালিয়ান স্পোর্টস দলগুলো’

করোনার বিপক্ষে ধকল অনেকটাই সামালে উঠেছে ইতালি। আর তাই ১৮ মে থেকে ইতালিয়ান ক্লাব ফুটবলসহ অন্যান্য স্পোর্টস ইভেন্টের পেশাদার দল গুলো অনুশীলন শুরু করতে পারবে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুসেপ্পে কোন্তে।

যার ফলে আর মাত্র তিন সপ্তাহ পর আবারো মাঠের অনুশীলন শুরু করতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর য়্যুভেন্টাস সহ ইতালিয়ান লিগের সব ক্লাবই।

ইতালি সরকারের এই সিদ্ধান্তের পর জুনে লিগ শুরুর পরিকল্পনাটা আরও স্পষ্ট হলো। কোভিট ১৯ এর কারনে ৯ মার্চ থেকে ইতালিতে বন্ধ আছে সব ধরনের খেলা।

গুসেপ্পে কোন্তে বলেন, ১৮ মে থেকে জাদুঘর,গ্যলারি ও ট্রেনিং শুরুর অনুমতি দিচ্ছি আমরা। সির আর সব ক্লাব নিয়ম নেমে অনুশীলন শুরু করতে পারবে এই সময় থেকে। তবে অলিম্পিক সহ যারা অন্যন্য ব্যক্তগত ইভেন্টে অংশ নেয় এবং একাই অনুশীলন করে তারা ৪ মে থেকে অনুশীলন কার্যক্রম শুরু করতে পারবে।

Exit mobile version