Site icon Jamuna Television

স্প্যানিশ লিগের খেলা মাঠে গড়ানো অনিশ্চিত: স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রী

এই মৌসুমে স্প্যানিশ লিগের খেলা মাঠে গড়ানোটা অনিশ্চিত জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী স্যালভাডর ইলা।

আর্থিক লোকসান সামাল দিতে ২৯ মে নয়তো ৭ জুন লিগ শুরু করতে চায় লা-লিগা কর্তৃপক্ষ। তবে ঘোষণার পর কোন ক্লাব খেলতে রাজী না হলে শাস্তির হুমকি দিয়েছেন লা-লিগার সভাপতি জাভিয়ের তেবাজ। কিন্তু স্পেনের স্বাস্থ্যমন্ত্রী বলছেন ভিন্ন কথা।

ইচ্ছে থাকলেও এখনই মাঠে খেলা শুরু কারা সম্ভব নয় বলছেন স্যালভাডর ইলা। অন্যদিকে, মে কিংবা জুন নয় এই মৌসুমে খেলা মাঠে গড়াবে কি না অনিশ্চিত বলছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।

Exit mobile version