Site icon Jamuna Television

আজও সীমিত আকারে চালু বেশ কিছু পোশাক কারখানা

আজও ঢাকাসহ আশপাশের শিল্প এলাকায় সীমিত আকারে চালু বেশ কিছু পোশাক কারখানা। প্রথম দফায় উৎপাদন ক্ষমতার ৩০ শতাংশ চালু হবে।

গতকাল সকালেই কাজে যোগ দিয়েছেন অনেক শ্রমিক। শিল্প মালিকরা জানান, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের শর্তে কারখানা খোলার অনুমতি পেয়েছেন তারা। সকাল থেকে অনেক কারখানায় শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে কারখানায় ঢোকানো হচ্ছে। পরিচ্ছন্নতায় নেয়া হচ্ছে ব্যবস্থা।

স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির সময়ে শ্রমিকদের সুরক্ষায় আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করা জরুরি।

Exit mobile version