Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে এপ্রিলেই ১৬ শতাংশে পৌঁছাবে বেকারত্বের হার

করোনা মহামারি আর লকডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১৬ শতাংশে পৌঁছাবে এপ্রিলেই। এ অবস্থা চলতে থাকলে বছর শেষে দেশটির বার্ষিক প্রবৃদ্ধি ঠেকতে পারে মাইনাস ২০ থেকে ৩০ শতাংশে।

রোববার এ শঙ্কা প্রকাশ করে খোদ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা। বলা হয়, চলমান অর্থনৈতিক পরিস্থিতি বদলাতে হলে আস্থা ফেরানো হবে প্রথম চ্যালেঞ্জ। আর ঠাণ্ডা মাথায় নীতিনির্ধারণে বড় ধরনের পরিবর্তনেই এ চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব।

এর উল্টোটা হলে আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নজিরবিহীন ধসের মুখে পড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা। যদিও লকডাউন শিথিল হলে ইতিবাচক পরিবর্তনের আশা মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিনের।

হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেন, “কয়েক মাসের মধ্যে হয়তো এমন পরিস্থিতি দেখতে হবে, যা অতীতে কখনো ঘটেনি। আক্ষরিক অর্থে এ মুহূর্তে দেশের প্রতিটি খাত অচল। উৎপাদন পুরোপুরি বন্ধ। নজিরবিহীন এ পদক্ষেপের কঠিন ধাক্কা অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবস্থা নিতে শুরু করেছি, যা সফল হলে সুখবরও মিলতে পারে।”

Exit mobile version