Site icon Jamuna Television

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিবে করোনা!

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নেবে মরণঘাতী করোনাভাইরাস। এমন বিস্ময়কর আভাস দিয়েছেন সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের একদল গবেষক।

ভাইরাসটির বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে গবেষকরা বলছেন, আগামী ১৯ মে’র মধ্যে বাংলাদেশ থেকে ৯৭ শতাংশ বিলীন হবে করোনাভাইরাস। আর ৯৯ শতাংশ বিলীন হবে ৩০ মে’র মধ্যে। আর সারা বিশ্ব থেকে পুরোপুরি বিদায় নিতে সময় লাগবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

রোববার ১৩১টি দেশের করোনা বিষয়ক এই তথ্য তুলে ধরে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব। গবেষণায় সার মডেল ব্যবহার করা হয়েছে। আর এই মডেল অনুযায়ী, করোনার প্রকোপ কমার প্রমাণও মিলেছে। তবে এই গবেষণায় পূর্ণ ফলাফলের আশা না করার অনুরোধ গবেষক দলের।

Exit mobile version