Site icon Jamuna Television

রাজধানীতে বিধিনিষেধ মানার প্রবণতা আরও কমেছে

রাজধানীতে বিধিনিষেধ মানার প্রবণতা আরও কমেছে। নগরীর প্রায় সব এলাকাতেই মানুষের অবাধ চলাচল রয়েছে। সেই সাথে সড়কে কয়েকগুন বেড়েছে যানবাহনের চলাচল।

রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলেও মানুষের মধ্যে করোনাভাইরাসের সতর্কতা মানার বিষয়ে উদাসীনতা রয়েছে। পুলিশের পাশাপাশি, বিভিন্ন স্থানে সেনা ও র‌্যাব সদস্যেদর টহলও অব্যাহত রয়েছে।

এদিকে, রাজধানীর কাঁচাবাজারগুলোতেও শারীরিক দূরত্ব বজায় রাখছে না ক্রেতা-বিক্রেতারা।

Exit mobile version