Site icon Jamuna Television

২ ফ্রেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট

চতুর্থবারের মতো আগামী ২ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিল্প প্রদর্শনী, ঢাকা আট সামিট।

বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবারও সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন ৩৫টি দেশের ৩০০’র বেশি শিল্পী। পাটনারশিপে থাকবে ৫৫টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version