Site icon Jamuna Television

‘ডব্লিউএইচও’র গাইডলাইন না মানায় গণস্বাস্থ্যের কিট হস্তান্তর অনুষ্ঠানে যায়নি ওষুধ প্রশাসন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট হস্তান্তরের অনুষ্ঠানে যায়নি ওষুধ প্রশাসন। এমন দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো দেশেই বর্তমানে র‍্যাপিড টেস্ট কিটের কিটের অনুমোদন দেয়নি। আর গণস্বাস্থ্যকে টেস্ট কিট নিয়ে আমরা আগেও সহযোগিতা করেছি এখনও সহযোগিতা করতে প্রস্তুত।

ঘুষের বিষয়টি তুলে ড. জাফরউল্লাহ অনৈতিক কথা বলেছেন বলেও দাবি করেন ওষুধ প্রশাসনের ডিজি। তিনি বলেন, কীটের উদ্ভাবক দাবি করেছেন ঔষধ প্রশাসন কখনও ঘুষের বিষয়টি তুলেননি অথচ জাফরউল্লাহ ঘুষের কথা বলেছেন।

এসময় বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের সক্ষমতা নেই এটা বলছে না সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে কাজ করে তারা সফল হলে সরকার তাদের স্বাগত জানাবে বলেও জানানো হয়।

Exit mobile version