Site icon Jamuna Television

করোনায় মৃত ৭ জনের বিষয়ে যা জানানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫২ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ৭ জন মৃতের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী।

এলাকা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকার ভিতরে ৫ জন ও ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন সিলেটে অপরজন রাজশাহীতে মারা যায়।

নতুন করে মারা যাওয়া ৫ জনের বয়সই ষাটের ওপর। একজনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। আর একজন শিশু মারা গেছে যার বয়স ১০ বছরের নিচে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৩১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় তিন হাজার ৮১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Exit mobile version