Site icon Jamuna Television

দেশে ৫১ দিনে করোনায় ১৫২ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯৭ জন। এনিয়ে মোট আক্রান্ত হলো ৫৯১৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৭ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে।

গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হয়। আজকে শনাক্তের ৫১ তম দিন চলছে। এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। সেই হিসাবে দেশে প্রথম মৃত্যুর পর ৪০ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৫২ জন এবং প্রথম আক্রান্তের পর ৫০ দিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জনে পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মোট ৩৮১২ টি নমুনা পরীক্ষা করা হয়। তবে মোট ৪১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এখন পর্যন্ত ৫০ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন। এনিয়ে মোট ১৩১ জন সুস্থ হয়েছেন।

Exit mobile version