Site icon Jamuna Television

শেরপুরে করোনা তহবিলে অর্থ দান করলো হিজরা জনগোষ্ঠী

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১৫ হাজার টাকা দান করেছে হিজরা কল্যান সমিতি। আজ বিকেলে হিজরা কল্যান সমিতির চিকিৎসা ফান্ডে জমাকৃত টাকা থেকে এই টাকা দান করে তারা।

হিজরা কল্যান সংস্থার সভাপতি নিশি সরকার জানান, সম্প্রতি সরকার তাদেরকে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজসেবা থেকে একটি প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। সেই প্রশিক্ষনের প্রাপ্ত ভাতা থেকে নিজেরা চিকিৎসা ফান্ড গঠন করে তারা সেই টাকা থেকে এই অর্থ দান করেন। এসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসানুল মামুনের হাতে এ অর্থ তুলে দেন তারা।

শেরপুরের নয়আনী বাজারে এ অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জনউদ্যোগ এর আহবায়ক আবুল কালাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা প্রশাসকের কর্মকর্তা ও সাংবাদিকগণ।

Exit mobile version