Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভবঘুরে’ করোনা পজেটিভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের এক ভবঘুরে ব্যক্তি (৪৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডাস্থ বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

তবে তিনি কীভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সেটি জানা যায়নি। ওই ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসামে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ব্যক্তি আখাউড়া রেলওয়ে স্টেশনেই থাকতেন। করোনাভাইরাস পরীক্ষার জন্য ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর সোমবার দুপুরে রেলওয়ে স্টেশন থেকে তাকে খুঁজে বের করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য
বিভাগ।

এব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান জানান, ওই ভবঘুরে ব্যক্তি ঢাকা অথবা নোয়াখালী থেকে আখাউড়ায় ফেরেন। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানার পর আমরা তার নমুনা সংগ্রহ করি। তার রিপোর্ট পজেটিভ আসায় তাকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

Exit mobile version