Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আনন্দ জামান।

গণমাধ্যমকে আনন্দ জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন আনিসুজ্জামান। সোমবার তার হার্টের সমস্যা বেড়ে যায়। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন। এর আগে এপ্রিলের শুরুতে একই ধরনের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আনিসুজ্জামান।

Exit mobile version