Site icon Jamuna Television

চট্টগ্রামে র‌্যাব, পুলিশ, চিকিৎসকসহ আরও ১১ জনের করোনা শনাক্ত

ছবি: বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে সোববারে নতুন করে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে মহানগরে ৭ জন, সাতকানিয়া উপজেলায় ২ জন এবং মিরসড়াই ও বোয়ালখালী উপজেলায় একজন করে শনাক্ত হয়েছেন।

রোববার চট্টগ্রামের বিআইটিআইডি এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, ‘চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে একজন র‌্যাব সদস্য ছাড়াও পুলিশ ও চমেক হাসপাতালের চিকিৎসক আছেন।’

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪ জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ৩ এপ্রিল দামপাড়া এলাকায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়।

Exit mobile version