Site icon Jamuna Television

শরীয়তপুরে ৮ বছরের শিশু করোনা আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে নতুন করে ৮ বছরের এক ছেলে শিশু করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৩ জন। সিভিল সার্জন কার্যালয় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাক্তার আব্দুর রশিদ বলেন, শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের একই পরিবারের তিন জন সদস্য আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত পরিবারটি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আক্রান্ত ওই পরিবার ও পাশের পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাত ১টায় নমুনা পরীক্ষার ফলাফল স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ফলাফলে নতুন করে আক্রান্ত হয় ওই শিশুটি।

এছাড়া পূর্বে আক্রান্ত ৩ জনের ফলোআপ ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পূর্বে আক্রান্ত ১জন নারীর ফলাফল পজিটিভ এসেছে বাকি আক্রান্ত দুইজনের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের পুনরায় নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে।

এ নিয়ে সদর উপজেলায় আক্রান্ত ৪ জন এবং জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

Exit mobile version