Site icon Jamuna Television

জয়পুরহাটে আরও ১১ জনের করোনা শনাক্ত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী আক্রান্ত হওয়ায় রাত থেকেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে। সোমবার রাতে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা শনাক্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এর আগে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আসা জেলার ৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা ঘটনা নিশ্চিত করে বলেন, সোমবার রাতেই ১১ জনকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হয়েছে।

Exit mobile version