ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসমাপ্ত রেখেই শেষ করতে হয়েছে আর্জেন্টিনার চলতি ফুটবল মৌসুম। তবে চলতি ও আগামী মৌসুমে কোন রেলিগেশন লিগও হবে না বলে ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ।
এর আগে কোভিড-১৯ এর কারণে সাময়িক স্থগিত ছিল আর্জেন্টিনার ফুটবল লিগ। ক্রিকেট-ফুটবল’সহ যখন স্থবির সারা বিশ্বের ক্রীড়াযজ্ঞ, তখন বন্ধ ছিল আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগও।
অবশেষে, এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া ঘোষণা দিলেন, বৈশ্বিক মহামারির কারণে ঘরোয়া মৌসুমের ইতি টানতে হচ্ছে। কঠিন এই বাস্তবতায় অনেক লিগের মীমাংসা শেষ পর্যন্ত হবে টেবিলে।
করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার জন। মৃতের সংখ্যা দুশ’র কাছাকাছি।
Leave a reply