Site icon Jamuna Television

হিলিতে প্রথম করোনা রােগী শনাক্ত

ছবি: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাকিমপুর

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিলিতে এই প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার ওই যুবকের করোনা শনাক্তের মধ্যদিয়ে দিনাজপুর জেলায় মোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হলো।

আক্রান্ত ওই যুবক ২১ তারিখে নারায়ণগঞ্জ থেকে তার নিজ বাড়ি হিলিতে আসে। সেখানে সে একটি পোশাক কারখানায় কাজ করতো। হিলিতে আসার পর তার শরীরে কোন করোনা উপসর্গ দেখা যায়নি। নারায়ণগঞ্জ থেকে আসায় তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার নমুনার রিপোর্ট পজিটিভ আসলে রাত থেকে ওই যুবকের বাড়িসহ আশপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।

হাকিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আক্রান্ত যুবক সম্পূর্ণ সুস্থ রয়েছে। তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Exit mobile version