Site icon Jamuna Television

বিশ্বকাপ জয়ের স্মারক খুঁজে পেয়েছেন জোফরা আর্চার

ক্যারিবীয় বংশোদ্ভূত ইংলিশ পেসার জোফরা আর্চার। ছবি: সংগৃহীত

অবশেষে বিশ্বকাপ জয়ের স্মারক খুঁজে পেয়েছেন ক্যারিবীয় বংশোদ্ভূত ইংলিশ পেসার জোফরা আর্চার।

ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেয়া আর্চার ব্যক্তিগত সোনার পদক হারিয়ে মানুষিক চাপে ছিলেন তিনি। সম্প্রতি বাসা বদলাতে গিয়ে মূল্যবান বিশ্বকাপ মেডেলটি হারিয়ে বসেন এই পেসার।

শনিবার বিবিসি রেডিও ফাইভে আর্চার মেডেলটি খুঁজে না পাওয়ার বিষয় টি নিশ্চিত করে। আর্চারের মতই উদ্বিগ্ন ছিল তার অনুসারীরা। অবশেষে স্বস্তির খবর, গেস্ট বেডরুমে মিলেছে জোফরার প্রিয় মেডেলটি।

সাথে সাথে মেডেলটির ছবি তুলে টুইটারে পোস্ট দিয়েছেন ক্যারিবীয় বংশোদ্ভূত এই ইংলিশ পেসার। এখন ঠিক আগের মতো নিজের পোর্ট্রেটের ওপর ঝুলিয়ে দেবেন মেডেলটি।

Exit mobile version