Site icon Jamuna Television

শেখ জামালের জন্মদিন আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শহীদ শেখ জামালের জন্মদিন আজ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

সকালে দলের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় শেখ জামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্টে ঘাতকরা বাংলাদেশকে পিছিয়ে দিতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছিলো। এর মাধ্যমে হত্যা-ক্যু’র রাজনীতি শুরু হয়েছিলো।

এ ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে দলমত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

Exit mobile version