Site icon Jamuna Television

মুম্বাইয়ে পুলিশের বয়স ৫৫ বছরের বেশি হলেই বাড়িতে থাকার নির্দেশ

মুম্বাইয়ের যেসব পুলিশ সদস্যের বয়স ৫৫ বছরের ওপর, করোনাভাইরাস সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত তাদের বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে শহরটিতে করোনাভাইরাসে তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে, যাদের সবার বয়স ছিল ৫০ বছরের বেশি।

এরপরেই ভারতের এই বাণিজ্যিক রাজধানীর পুলিশ প্রধান পরম বীর সিং এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ৫৫ বছরের বেশি বয়সী কোনো পুলিশ সদস্যকে দায়িত্বে রাখা হবে না।

কাজেই গত বছরের শেষ দিনে চীনের উহান থেকে উদ্ভূত প্রাণঘাতী ভাইরাসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসার আগ পর্যন্ত এসব পুলিশকে বাড়িতেই থাকতে হবে।

সোমবার কোভিড-১৯ এ আক্রান্ত ৫৬ বছর বয়সী এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মুম্বাই ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী। দেশটির সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এই রাজ্যটিতে।

মঙ্গলবার রাজ্যটিতে নতুন করে আরও ৫২২ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদের নিয়ে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।

এদিন সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণায় ভারতে কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ মৃত্যুর খবর দিয়েছে। ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৯৩৪ জনে দাঁড়িয়েছে।

আনন্দবাজারপত্রিকা জানিয়েছে, দেশটির শনাক্ত হওয়া মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫ জন।

Exit mobile version