Site icon Jamuna Television

লিভারপুলের সাবেক স্ট্রাইকার রবিনসন আর নেই

লিভারপুলের সাবেক স্ট্রাইকার মাইকেল রবিনসন আর নেই। ২০১৮ সালের ডিসেম্বরে পর থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি।

অবশেষে মঙ্গলবার ৬১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আয়ারল্যান্ডে জন্মনেয়া রবিনসন খেলোয়াড়ি জীবন শেষে স্পেনে স্থায়ীবসতি স্থাপন করেনে। খেলা থেকে অবসরে সেখানেই ধারাভাষ্য পেশায় জড়িয়ে ছিলেন।

রবিনসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার তিন সাবেক ক্লাব-লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও ওসাসুনা।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পরিবারের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, আমরা অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, মাইকেল মারা গেছেন। তার মৃত্যু আমাদের শুন্যতার মধ্যে ফেলে দিল। কিন্তু অসংখ্য স্মৃতি রয়েছে।

সেই পোস্টে আরও লেখা হয়, আপনারা রবিনসনকে যে ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসায় সে পূর্ণ। এই মানুষটিকে খুশি করার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।

১৯৮৪ সালে লিভারপুলের হয়ে ট্রেবল জয়ী দলের সদস্য ছিলেন রবিনসন। লিগ, লিগ কাপ ও ইউরোপিয়ান কাপ জিতেছেন লিভারপুলের হয়ে। লিভারপুলের ছেড়ে পরবর্তীতে কুইন্স পার্ক রেঞ্জার্সে এবং ক্যারিয়ারের শেষ দিকে ওসাসুনায় যোগ দেন তিনি।

১৯৮৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসরের পর থেকেই ধারাভাষ্য পেশায় জড়িয়ে ছিলেন রবিনসন।

Exit mobile version