Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধ, লাঠির আঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শৈলকুপার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে আরাফাত হোসেন বাড়ির পাশের ক্রয়কৃত জমিতে বেড়া দিতে যায়। এসময় এসময় পার্শ্ববর্তী জমির মালিক রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল বাঁধা দেয়। সেসময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা লাঠি দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। আরাফাত হোসেন কুষ্টিয়ার রবিন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ২য় বর্ষের ছাত্র।

Exit mobile version