Site icon Jamuna Television

সংক্রমণের ঝুঁকির মধ্যে গাজীপুরের পোশাক শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে

সংক্রমণের ঝুঁকির মধ্যেও গাজীপুরের পোশাক কারখানায় দলে দলে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে।

একের পর এক কারখানা খুলতে থাকায় অনেকে এখনও গ্রাম থেকে আসছেন। যারা এরইমধ্যে বিভিন্ন জায়গা থেকে কাজে যোগ দিয়েছেন তাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে পরিবহন সংকট। দীর্ঘ পথ হেঁটে কাজে যোগ দিচ্ছে কর্মীরা। বিজিএমই’র গাইডলাইনে কারখানা ও শ্রমিকদের শারিরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয়া হলেও তা হচ্ছে না। কিছুসংখ্যক কারখানার ভেতরে শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়।

এদিকে, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে দুই শতাধিক পোশাক কারখানায় সীমিত পরিসরে কাজ চলছে।

Exit mobile version