Site icon Jamuna Television

অভিনেতা ইরফান খান আর নেই

অভিনেতা ইরফান খানের মৃত্যু

অভিনেতা ইরফান খান আর নেই

ভারতের জনপ্রিয় অভিনেতা ইরফান খান আর নেই। আজ বুধবার দুপুরে মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি মারা গেছেন।

এর আগে, গতকাল কোলোন ইনফেকশন নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা ইরফান খান। গুরুতর অসুস্থ হওয়ায় নেয়া হয় আইসিইউতে।

ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছিলেন ইরফান খান। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করলেও আবারও অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

ইরফান ১৯৬৭ সালের ৭ই জানুয়ারি ভারতের জয়পুরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ভারতীয়, হলিউড এবং তেলেগু ছবিতে কাজ করেন। তিনি ২০১২ সালের মার্কিন চলচ্চিত্র অ্যামেজিং স্পাইডার ম্যান অভিনয় করে প্রশংসা অর্জন করেন। এছাড়া তিনি হলিউডের সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড এ দারুণ অভিনয় করেন।

Exit mobile version