Site icon Jamuna Television

ইরফান খানের সেরা পাঁচ সিনেমা

সবাইকে ছেড়ে আজ চলে গেলে ভারতের বিখ্যাত অভিনেতা ইরফান খান। আজ দুপুরে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে লড়ছিলেন।

এই অভিনেতা বলিউড ছাড়াও, তিনি ব্রিটিশ চলচ্চিত্র এবং হলিউডে কাজের জন্যও পরিচিত।

তার পাঁচ সেরা ছবি হলো-

২০১২: সেরা অভিনেতা – পান সিং তমর, যারা জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এছাড়া রয়েছে লাইফ ইন এ মেট্রো, হাসিল, ‘পিকু’, মকবুল, হিন্দি মিডিয়াম, দ্য লাইফ অব পাই।

আরো রয়েছে, দি লাঞ্চ বক্স, হায়দার, তালভার। স্লামডগ মিলিনিয়ার, দি নেমসেক।

Exit mobile version