Site icon Jamuna Television

পাঁচ তারকা হোটেলে ঢুকে ডাকাতি!

ফাইভ স্টার হোটেলের ভিতরের দোকান থেকে ৪.৫ মিলিয়ন ডলারের গয়না ডাকাতি! কি ভাবতেই কেমন লাগছে। কিন্তু এরকম ঘটনা ঘটেছে ফ্রান্সের রিৎজ হোটেলে। হোটেলটি প্যারিসের শিন নদীর তীরে ঐতিহাসিক প্লেস ভেন্দু এলাকায় অবস্থিত।

সংবাদ মাধ্যেমে জানা যায়, গত বুধবার স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে মুখোশ পড়ে পাঁচ ডাকাত কুড়াল ও চাকু নিয়ে হোটেলে ঢুকে পরে। ভিতরের কয়েকটি গহনার দোকানের গ্লাস ভেঙে লুটপাট চালায়। দ্রুত ব্যাগে গয়না ভরে পালিয়ে যায় ডাকাতরা।  এদিকে পুলিশ জানায় এ ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার  করা হয়েছে। বাকি দুজন হোটেলে পিছনের দরজা দিয়ে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যেম এএফপি কে জানায়, আমরা উচ্চশব্দে চিৎকার চেচামেচি শুনতে পাই কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পরে জানতে পেরেছি ডাকাতি হয়েছে।

উল্লেখ্যে হোটেল রিৎজে মালিক মিশরের ধনকুবের মোহাম্মদ আল ফাহাদ, ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানা এই্ হোটেল মালিকের ছেলে দোদির সাথে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা যান।

টিবিজেড/

Exit mobile version