Site icon Jamuna Television

যেসব হলিউড সিনেমায় অভিনয় করেন ইরফান খান

ভারতের কিছু অভিনেতা বলিউডের পাশাপাশি হলিউডে তাদের অবস্থান শক্তপোক্ত করে নিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন অভিনেতা ইরফান খান। আজ দুপুরে সবাইকে ছেড়ে চলে যান অবিনশ্বর জগতে।

অভিনেতা ইরফান খান হলিউডে প্রথমে সাধারণ চরিত্রে অভিনয় করেছিলেন। ‘নিউ ইয়র্ক আই লাভ ইউ’,‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘এ মাইটি হার্ট’ মুভিগুলো তে তিনি সাধারণ চরিত্রে করেছিলেন। পরবর্তীতে ‘লাইফ অফ পাই সিনেমাতে তিনি লিড রোল করেন। ‘ইনফার্নো’ যেখানেও প্রশংসিত অভিনয় করেন। এছাড়া ২০১২ সালের মার্কিন চলচ্চিত্র অ্যামেজিং স্পাইডার ম্যান অভিনয় করে প্রশংসা অর্জন করেন।

এছাড়া স্লামডগ মিলিনিয়ার, জাঙ্গল বুক, দি নেমসেক সিনেমায়ও অভিনয় করেন তিনি।

Exit mobile version