Site icon Jamuna Television

ইরফানের মৃত্যুতে যা বললেন অমিতাভ বচ্চন

বলিউড অভিনেতা ইরফান খান আজ দুপুরে মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার মৃত্যুতে শোক জানিয়ে সুপারস্টার অমিতাভ বচ্চন টুইট করেছেন। তিনি টুইটারে বলেন, “চলচ্চিত্র দুনিয়ার এক অবিশ্বাস্য প্রতিভা…বিনীত সহকর্মী…কর্মঠ কর্মী… খুব জলদি আমাদের ছেড়ে চলে গেলেন…অনেক বড় শূন্যতা তৈরি করে দিয়ে চলে গেলেন।”

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি টুইট করে জানান, ‘ইরফান খানের মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। তিনি আমাদের সময়ের সবচেয়ে ব্যতিক্রমী অভিনেতা ছিলেন। তাঁর কাজ চিরকাল আমাদের মনে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যানডন এক টুইটে বলেছেন, “চমৎকার একজন সহ-অভিনেতা, অন্যতম শ্রেষ্ঠ একজন অভিনেতা এবং একজন সুন্দর মনের মানুষ ছিলেন তিনি।”

পান পান সিং তোমার চরিত্রে অভিনয়ের জন্য ২০১৩ সালে মি খান ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ইরফান খান।

Exit mobile version