Site icon Jamuna Television

করোনায় মৃত ৮ জনের বিষয়ে যা জানানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৬৩ জনের মৃত্যু হয়। পরিসংখ্যানে দেখা গেছে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে। এখন পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে ঢাকায় ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮ জন মৃতের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী।

এলাকা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকার ভিতরে ৬ জন ও ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে মারা যাওয়া ৪ জনের বয়সই ষাটের ওপর। দুই জনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। ৩০ থেকে ৪০ বছরের মধ্যের আছে আরও ২ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৭ হাজার ১০৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭০৬ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৯৬৮ টি।

Exit mobile version