Site icon Jamuna Television

মুখে টেপ পেঁচিয়ে ৮ মাসের শিশুকে জবাই করে হত্যা, মা আটক

স্টাফ রিপোটার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেলাল হোসেন ফাহিম নামে (৮ মাস ১৪ দিন) এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের মা মুক্তা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই হত্যা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে জানায়।

নিহত বেলাল হোসেন ফাহিম শাহজাদপুর উপজেলার জামিরতা জোতপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, মঙ্গলবার রাতে ফাহিমকে হত্যা করা হয়। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। টেপ দিয়ে তার মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়। ঘটনার সময় নিহতের বাবা তারাবির নামাজ পড়তে মসজিদে ছিলো।

Exit mobile version