Site icon Jamuna Television

ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই যুবকের মৃত্যু

রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরে মারা গেছেন এক যুবক। বুধবার দুপুরে একশ ফিট নতুন বাজার এলাকার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে।

মৃতের নাম আবদুর রশিদ (৩৫)। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

তবে পুলিশের ধারণা, ওই ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন।

ঘটনাস্থল থেকে ভাটারা থানার এসআই এজাজ বলেন, ফার্মেসিতে ওষুধ কিনতে এসে আবদুর রশিদ নামে এক ব্যক্তি মারা গেছেন। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন। কারণ তার প্রেসকিপশনে হার্টের বিভিন্ন ওষুধ লেখা ছিল।

লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version