Site icon Jamuna Television

করোনা পরীক্ষার অনুমতি পেয়েছে দেশের ৪ বেসরকারি হাসপাতাল

বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা

করোনা পরীক্ষার অনুমতি পেয়েছে দেশের ৪ বেসরকারি হাসপাতাল

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় প্রতিদিনই পরীক্ষার আওতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এলক্ষ্যে প্রথমবারের মতো চার বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষা এবং চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার। এর ফলে দেশে সব মিলিয়ে এখন ২৯টি মেডিকেল প্রতিষ্ঠানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ব্যবস্থা হল।

অনুমতিপ্রাপ্ত হাসপাতালগুলোর মধ্যে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলা), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল শুধু তাদের ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করবে।

আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, তারা যে নমুনা পরীক্ষা করবেন আমরা তা আগামীকাল থেকে অথবা যখন তারা কাজ শুরু করবেন তখন থেকে হিসাবে যুক্ত করা হবে।

তিন হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে নাসিমা সুলতানা বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে তাদের এখনও তাদের আউটডোর পেশেন্টের নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১০৩ জনে। বুধবার করোনায় আরও ৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফলে সরকারি হিসেবে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন ১৬৩ জন।

Exit mobile version