Site icon Jamuna Television

অসহায় মানুষের জন্য টিফিনের জমানো টাকা দান করলেন কলেজ ছাত্রী

বগুড়া ব্যুরো:
টিফিনের জমানো টাকা অসহায় মানুষের সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দিলেন বগুড়ার এক কলেজ ছাত্রী।

বুধবার জেলার নন্দীগ্রাম উপজেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রীতি বালা টিফিন খরচ বাঁচিয়ে জমানো ৫ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের হাতে।

উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজের শিক্ষার্থী প্রীতি বালার বাড়ি নন্দীগ্রামের গোপালপুর গ্রামে। তিনি জানান, বিভিন্ন সময়ে প্রিয়জনদের কাছ থেকে পাওয়া উপহার আর ৩ বছরের টিফিন খরচ থেকে বাঁচানো ৫ হাজার টাকা জমা ছিলো তার কাছে। ভেবেছিলেন কখনো এই টাকা দিয়ে নিজের কোনো শখ বা ইচ্ছে পূরণ করবেন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের এই সময় প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে, অনেকর বাসায় তৈরি হয়েছে খাবারের সংকট। তাই সেই টাকা অসহায় মানুষের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে জমা দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, পরিমাণ যা-ই হোক না কেন; কলেজ ছাত্রী প্রীতি বালা কর্মহীন-অসহায় মানুষের জন্য যে উপহার দিয়েছে তা সবার জন্য অনুকরণীয় হয়ে উঠবে নিশ্চয়।

Exit mobile version