Site icon Jamuna Television

স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করায় আয়াকে গ্রামছাড়া করলো এলাকাবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সাখিনা বেগম (৩৮) নামে এক আয়াকে হাসপাতালে কাজ করার কারণে গ্রামছাড়া করেছে এলাকাবাসী। এ ঘটনার পর এবার তার পরিবারের সদস্যদের বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে প্রভাবশালীরা।

ভুক্তভোগী ওই আয়া জানান, তার স্বামী নেই পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। সম্প্রতি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্টাফ কোয়াটারের কয়েকজন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে থাকে এলাকার প্রভাবশালী লোকজন। বাধ্য হয়ে গত আট দিন ধরে তিনি বাড়ি ছেড়ে হাসপাতালেই থাকছেন। তবে এ ঘটনার পর গত কয়েকদিন ধরে তার পরিবারের অন্য সদস্যদের বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। গ্রামবাসীর চাপে বাড়িওয়ালাও তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলছেন। এমতাবস্থায় বৃদ্ধ মা, প্রতিবন্ধী ভাই ও দুই সন্তান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

এদিকে সরেজমিনে আলীপুরা গ্রামে গিয়ে তার পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বললে তারা জানান, বারংবার বাড়ি ছাড়ার জন্য বলা হচ্ছে তাদের। এছাড়াও গ্রামের প্রবেশমুখসহ অন্তত তিন জায়গায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় অসুস্থ রোগী বা জরুরী প্রয়োজনে কেউ গ্রামের বাহিরে যেতে পারছে না।

এদিকে বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারীকে যাতে কোনভাবে হয়রানি করা না হয় সে লক্ষ্যে একটি আদেশ প্রদান করেছেন তিনি। তিনি নিজে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি বা লোকজন ওই আয়াকে টাইগার এবং তার পরিবারের লোকদের বাড়িছাড়া করার হুমকি দিয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম জানান, যারা এ ধরনের কাজ করেছেন তারা দেশের শত্রু। স্বাস্থ্য সেবার সাথে যারা সংশ্লিষ্ট আমাদের প্রয়োজনেই তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ওই আয়া যাতে নির্বিঘ্নে হাসপাতলে যাওয়া-আসা করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন তিনি।

Exit mobile version