Site icon Jamuna Television

নরসিংদীতে জীবাণুনাশক ট্যানেল স্থাপন

জীবাণুনাশক ট্যানেল স্থাপন

জীবাণুনাশক ট্যানেল

নরসিংদী প্রতিনিধি:

করোনাভাইরাস প্রতিরোধে সেবাপ্রার্থীদের সুরক্ষা দিতে ৩টি পৃথক স্থানে ‘জীবাণুনাশক ট্যানেল’ স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে নরসিংদী পৌরসভার প্রবেশ পথ, নরসিংদী সদর হাসপাতাল ও ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের প্রবেশপথে এসব ‘জীবাণুনাশক ট্যানেল’ স্থাপন করা হয়। নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামানের উদ্যোগে এসব ট্যানেল স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নরসিংদীর সিভিল সার্জন জানান, কোন ব্যক্তি এটির ভেতর দিয়ে প্রবেশের সময় লেজার সেন্সরের মাধ্যমে যন্ত্রটি সক্রিয় হয়ে ৩৬০ ডিগ্রি এ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে করবে। এতে ব্যক্তির পোশাকে থাকা ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া মারা যাবে। এছাড়াও এতে আছে স্যানেটাইজিং কার্পেট যা জুতায় থাকা ভাইরাসও মেরে ফেলবে। হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের মাধ্যমে নতুন করে ভাইরাস না ছড়ানোতে ভূমিকা রাখবে ট্যানেলগুলো।

Exit mobile version