Site icon Jamuna Television

মারা গেলেন ঋষি কাপুর

ঋষি কাপুর

মারা গেলেন বলিউডের আরও এক দাপুটে অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় ঋষি কাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আবার গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার রাতে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করতে হয় ঋষি কাপুরকে। নিউইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিত্‍‌সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা।

তার ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্ত্রী নীতু কাপুর স্বামীর পাশে রয়েছেন।

চিকিত্‍‌সকের পরামর্শেই বুধবার ঋষি কাপুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version