Site icon Jamuna Television

ঋষি কাপুরের মৃত্যুর সংবাদে স্তব্ধ বলিউড

ঋষির মৃত্যুতে বলিউডে শোকের ছায়া

ইরফানের পর চলে গেলেন বলিউডের আরেক অভিনেতা ঋষি কাপুর। বুধবার ইরফান খানের মৃত্যুর পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর। তার মৃত্যুর খবর টুইট করে জানান অমিতাভ বচ্চন।

দীর্ঘ সময় ধরে ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। প্রায় দেড় বছর নিউইয়র্কে থেকে চিকিত্‍সা করিয়েছেন। খানিক সুস্থ হতেই দেশে ফিরে এসে যোগ দিয়েছিলেন কাজে। কিন্তু বুধবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন রজনীকান্ত,জন আব্রাহাম,অনন্যা পান্ডে সহ অনেকে।

Exit mobile version