Site icon Jamuna Television

করোনা মহামারি থেকে বাঁচতে ঐশ্বরিক কিছুর প্রত্যাশা ম্যারাডোনার

ছবি: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে ঐশ্বরিক কিছুর প্রত্যাশা করছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

তিনি বলেছেন, আরও একবার প্রয়োজন ‘হ্যান্ড অফ গড’ এর। ম্যারাডোনার মতে, ঈশ্বরের সেই হাত হতে পারে কোনো বিজ্ঞানীর, যিনি ভ্যাকসিন আবিষ্কার করে বাঁচাবেন বিশ্ববাসীকে।

‘ঈশ্বরের হাত’ উক্তিটি মনে করিয়ে দেয় ৮৬’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়াগো ম্যারাডোনার সেই বিতর্কিত গোল। রেফারির চোখ ফাঁকি দিয়ে ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অফ গোল’ এ জয় পেয়েছিল আর্জেন্টিনা। পরে জিতে নেয় বিশ্বকাপও।

এখন আর্জেন্টাইন প্রথম বিভাগের দর জিমনাশিয়া’র কোচ ম্যারাডোনা। এ মৌসুমে রেলিগেশন জোনে ছিল তার দল। তবে মৌসুম বাতিল হওয়ায় বেঁচে যাচ্ছে অবনমন থেকে।

Exit mobile version