Site icon Jamuna Television

রাজধানীতে বেড়েছে যান ও মানুষের চলাচল, তৎপরতা কমেছে আইনশৃঙ্খলা বাহিনীর

রাজধানীতে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। ঢাকার প্রবেশমুখ দিয়েও ঢুকছে অনেক যানবাহন। মানুষের চলাচল সীমিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা কমেছে।

যানবাহনের সাথে পাল্লা দিয়ে, পায়ে হেঁটে ঢাকায় ঢোকা মানুষের সংখ্যা বেড়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা শিথিল ভূমিকা আর পোশাক কারখানা খুলে দেয়ার কারণেই এমন পরিস্থিতি। যারা রাজধানীতে আসছেন তারা বলছেন, প্রয়োজনেই ঢাকায় ফিরছেন তারা। রাজধানীর ভেতরের সড়কগুলোতেও আজ যানবাহনের সংখ্যা বেশি।

চেকপোস্টগুলোতেও কড়াকড়ি নেই আগের মতো। যদিও আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, যারা কারণ ছাড়া বের হচ্ছে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। কেবল জনগুরুত্বপূর্ণ ও সেবা সংস্থা এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে শিথিলতা রয়েছে বলে দাবি করেছেন তারা।

Exit mobile version