Site icon Jamuna Television

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বজ্রপাতে ইয়াছিন শিকদার (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ঘোড়াখালী মোড়ের পাশের বিলের মাঝে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ইয়াছিন শিকদার নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের লুৎফর শিকদারের পুত্র।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ইয়াছিনসহ আরও ৬ জন কৃষক বিলে ধান কাটার জন্য যায়। ধান কাটা অবস্থায় বৃষ্টিসহ বজ্রপাতে ইয়াছিনের শরীরে পড়লে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এসময় ইয়াছিনের সাথে থাকা কৃষকরা চিকিৎসার জন্য দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াছ হোসেন বজ্রপাতে ইয়াছিন শিকদার নামের একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version